1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার - রংপুর সংবাদ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টানা ছয় দিন ধরে বন্ধ বুড়িমারী-লালমনিরহাট ট্রেন চলাচল টোল চাওয়ার চাওয়ার অজুহাতে অনৈতিক আচরণ, ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাক সেনাদের মুহুর্মুহু গুলি বর্ষণ রংপুরে কুড়াল দিয়ে কুপিয়ে শিশু হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৬ ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে’ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে উদ্যোগী হতে হবে’ জুমার দিন যে আট আমল করবেন আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান, যে পরিস্থিতিতে পড়ছে ভারত একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভারতকে পরিণাম ভোগ করতে হবে’ তারেক রহমানকে দেশে না আনার চক্রান্ত চলছে : ফারুক

অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪ জন নিউজটি পড়েছেন
লালমনিরহাট প্রতিনিধি।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে সরাসরি চালুর দাবিতে পালন করা অবরোধ কর্মসুচিতে বাধা দেওয়ার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) প্রত্যাহার দাবি করেছে বিএনপি স্থানীয় বিএনপি নেতারা।
সোমবার(২১ এপ্রিল) দুপুরে প্রতিবাদ সমাবেশ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওসি আশরাফুজ্জামানকে প্রত্যাহারের আল্টেমটাম দিয়েছেন পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি মোস্তফার সালাউজ্জামান ওপেল।
জানাগেছে, আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস উদ্বোধনী দিনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে। পরদিন থেকে তা বুড়িমারী না গিয়ে লালমনিরহাট থেকে রাজধানী ঢাকা যাতায়ত করছে। এ ট্রেনটি বুড়িমারী থেকে যাত্রা না করায় জেলার ৪টি উপজেলার মানুষ বঞ্চিত হয়ে আসছে। একই সাথে ট্রেনটির নামকরনের স্বার্থকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি এ ট্রেনটি বুড়িমারী ঢাকা রুটে সারাসরি চলাচল করবে। যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন কর্মসুচি পালন করছে স্থানীয়রা। কয়েক দফায় রেলভবন প্রতিশ্রুতি দিলেও তা কর্যকর হয়নি। ফলে পুনরায় আন্দোলনে নেমে পড়ে জেলাবাসী।
তারই অংশ হিসেবে সোমবার পাটগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এতে একাত্ব ঘোষনা করে বিএনপি। সোমবার কর্মসুচি চলাকালে পাটগ্রাম থানা পুলিশ অবরোধকারীদের বাধা দেয় বলে অভিযোগ বিএনপি নেতা ও অংশগ্রহনকারীদের। এতে আরও ফুসে উঠে আন্দোলনকারীরা। পরে আবারো বিক্ষোভ করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামানের প্রত্যাহার দাবি করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন পাটগ্রাম পৌর বিএনপি সভাপতি সালাউজ্জামান ওপেল।
এসময় বক্তব্যে তিনি বলেন, পাটগ্রাম থানার ওসি শান্তিপুর্ন অবস্থান কর্মসুচিতে হামলা চালিয়ে যৌতিক আন্দোলন দমনের অপেচেষ্টা করেছে। ঘুষখোর, মাদকের মদদদাতা, পাথর উত্তোলনকারী বোমা মেশিনের ঘুষ নেয়া ওসি আশরাফুজ্জামানকে অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসুচি পালনের হুশিয়ারী দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের সভাপতি রবিউল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রধান, পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি এটি জেড সিদ্দিক, পৌর সংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, সচেতন নাগরিক সমাজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ।
অবরোধ কর্মসুচিতে হামলা প্রসঙ্গে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামান বলেন, তাদের শান্তিপুর্ন অবরোধ কর্মসুচিতে আমরা হামলা বা বাধা প্রদান করিনি বরংচ নিরাপত্তা দিয়েছি। কি কারনে কেন ক্ষুব্ধ হয়ে প্রত্যাহার দাবি করেছেন তা আমার বোধগম্য হচ্ছে না। মাদকের আমরা জিরোটলারেন্স, পাথর উত্তোলনে এ অঞ্চলের মানুষ দীর্ঘ ২৫ বছর ধরে জড়িত। আমরা তা বন্ধে সব সময় অভিযান চালিয়ে আসছি। এরপরও কেন অপবাদ আসছে তা বোধগম্য নয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun