মাহির খান:
বুড়িমারী থেকে ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম ও বুড়িমারী
স্টেশনে চতুর্থ দিনের মতো রেলপথ অবরোধ চলছে। ফলে লালমনিরহাট-বুড়িমারী রুটে চলাচলকারী চার জোড়া যাত্রীবাহি ট্রেন বন্ধ রয়েছে। এতে চার দিন ধরে জেলা শহরের সাথে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
রেলপথ অবরোধ চলাকালে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পাটগ্রাম ও বুড়িমারী রেল স্টেশনে আয়োজিত সমাবেশে বক্তারা হুঁশিয়ারী দেন,আগামী রোববারের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে সোমবার থেকে রেলপথের পাশাপাশি একযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধের।
লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটের কারণে আন্দোলনকারীদের দাবি আপাতত মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
চালুর পর থেকেই আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি লালমনিরহাট-ঢাকা পথে চলাচল করছে। এতে জেলার চার উপজেলার মানুষ সরাসরি এর সুবিধা বঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে ট্রেনটিকে বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে ঢাকা পথে চালানোর দাবি করে আসছেন।
এ সময় রেল অবরোধে বক্তব্য রাখেন, পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,পাটগ্রাম শিক্ষক প্রতিনিধি ওয়ালের রহমান সোহেল,পাটগ্রাম ব্যবসাও প্রতিনিধ আলিনুর হক লাইজু ও ফজল মাহমুদ। বুড়িমারী স্থল বন্দরের সিএনএফ ব্যবসায়ী ইবনে সুমন, সমাজসেবক হানিফন উদ্দিন, সমাজকর্মী জাহাঙ্গীর কবির শামীম ও হাসিবুল প্রধান। পাটগ্রাম সংগ্রাম পরিষদের আহবায়ক এ টি জেড সিদ্দিকী কাকন।
Leave a Reply