1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
আমরা রংপুরের মানুষ দুইটি পরাশক্তির কাছে জিম্মি ছিলাম: আসাদুল হাবিব দুল - রংপুর সংবাদ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

আমরা রংপুরের মানুষ দুইটি পরাশক্তির কাছে জিম্মি ছিলাম: আসাদুল হাবিব দুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯ জন নিউজটি পড়েছেন

রংপুর সংবাদ প্রতিবেদক ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, আমরা রংপুরের মানুষ দুইটি পরাশক্তির কাছে জিম্মি ছিলাম। জাতীয়ভাবে কোনো সরকার রংপুরের উন্নয়নের কথা বলেনি। রাজনীতির ক্ষেত্রে আমরা দুটি মহা পরাক্রমশালী শক্তির কাছে লড়াই করছি রংপুরে। সেই লড়াইয়ে বিএনপির পতাকাকে তুলে ধরেছিলাম। তারা বিগত সময়ে রংপুরের জন্য কিছু করেনি, তেমনিভাবে এই ডাইনি পুত্রবধূও কিছু করেনি।

গত ২৩ এপ্রিল রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ রংপুর জেলা ও মহানগর বিএনপির কর্মশালায় এসব কথা বলেন। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসাদুল হাবিব বলেন, ‘জাগো বাহে কোণ্ঠে সবাই’, এটা একটা ভালোবাসা, এটা আমাদের জীবনের স্লোগান, ভালোবাসার স্লোগান। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, নদী আমাদের সভ্যতা, আমাদের প্রাণ নদী, আমাদের মা। বাংলাদেশের সব নদী হারিয়ে যাচ্ছে। ৩১ দফার ভিতরে এই দফা কেন আসেনি সেটি আমার জানা নেই। সংস্কারের নামে অনেক স্লোগান দিচ্ছেন অনেকে অনেক ছবক দিচ্ছেন। তার অনেক আগেই সংস্কারের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান।

একটি মানবিক বাংলাদেশ গড়ব আমরা, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই আমরা। সেই বাংলাদেশে বৈষম্য থাকলে কোনো না কোনোভাবেই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি।

নদীপাড়ের ৮ কোটি মানুষ ক্ষতবিক্ষত, ভূমিহীন। এসব ৩১ দফার ভিতরে অন্তর্ভুক্ত কর উচিৎ। নদী আইন রয়েছে, নদী যখন ভেঙ্গে যায়, জমি সরকারের কাছে খাস হয়ে যায়। ফলে বাড়ি-ভিটা উচ্ছেদ হয়ে যায়। এটি তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। নদী যখন পানি থেকে ভেসে ওঠে তখন আবার সরকার নিয়ে নেয়। তাই আইন সংশোধন হওয়া উচিত। অথবা ওই জমি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া উচিত। বিচ্ছিন্ন অঞ্চল ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, সে ব্যাপারে বিএনপির পদক্ষেপ থাকবে কিনা এ প্রশ্ন করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সবসময় রংপুরের বৈরী রাজনীতির আঘাতে ক্ষত-বিক্ষত। এরশাদ ছিলেন, হাসিনা ছিলেন, আবার নতুন দলের আবির্ভাব ঘটেছে। বাংলাদেশের যে নতুন দল এসেছে তার দু’জন খ্যাতনামা নেতার বাড়ি রংপুরে। আমাদের তিস্তা মহা পরিকল্পনা যদি ঠিকমতো ভাবতে পারি এবং ৩২ দফার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি, রংপুরের মানুষ বিএনপি এবং ধানের শীষের পক্ষেই থাকবে।

তিনি বলেন, বৈষম্যের কারণে আমরা রংপুরের মানুষ দিন দিন এত পিছিয়ে পড়ছি, না আছে কোনো কারখানা, না আছে কোনো বিদেশে যাওয়ার ব্যবস্থা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন, আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun